কাব্যিক হারুন'র কবিতা


বিমৃষ্যকারী প্রেম

চারদিকে নিকষ কালো অন্ধকার,
তোমাকে মনে পড়ছে বারংবার।
দেখে যাও হে বিমৃষ্যকারী প্রেম
কতটা ক্ষত আর ক্ষতি নিয়ে জীবন করছি পার।
সময়ের এই টানাপোড়নে সত্যিই কি ভাল আছো তুমি..?
নিয়মের ভাজে ভাজে এখনও মাথা ব্যথা হয় তোমার..?
শীতে চাদর মুড়িয়ে এখনও পড়ার লড়াই চলে..?
বার্ধক্যের ভাড় বহন করা বৃদ্ধাদের মতো এখনও কাশি ছাড়ো..?
এখনও কি পায়চারি করো তোমার রুগ্ন ঘর সমেৎ..?
মাদার তেরেসার মতো এখনও কি তোমার চিকিৎসা পায় ঐ জরাজীর্ণ পরিবার..?
এখনও কি সমাজের ঘৃণিত ব্যক্তিদের হুশিয়ারি আঙ্গুল নির্দেশ করো..?

কিন্তু সত্যি বলতে ভাল নেই আমার মিশ্রিত মাটির শরীর!
আর্দ্র মাটিকে পোড়ালে যে তার গঠন দৃঢ় কঠিন পদার্থে রুপান্তরিত হয় তা তোমাদের বিজ্ঞান অতি সহজেই বিশ্লেষিত করতে পারে!

পাহাড়ের শীর্ষে থাকা পাথরের মতো আজ আমি শুষ্ক।
আমাকে ব্যবচ্ছেদ করলে শুধু বিষণ্নতাই পাবে।

হে আমার বিমৃষ্যকারী প্রেম একমাত্র জীবনে ভিন্ন ধরনের এতো করুণরস কেন..?
কেন জীবন নামের মিশ্রণের তলানিতে কষ্টের অসমসত্ব মিশ্রণ..?
এটাকে দ্রবীভূত করার উপায়ন্তর কি তব জানা নেই..?
অপেক্ষারও তো সীমাবদ্ধ থাকা বাঞ্চনীয়,
উপেক্ষার অতিরিক্ত আধিক্যতাই যে জীবন দুর্বিষহ করে তোলে এটুকুও অজানা তবে..?

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।