নুর আলম সিদ্দিক'র কবিতা


বন্ধুপ্রতিম

ভুলিনি, ভুলে যাওয়া কী এতই সহজ?
নির্জীব নিষ্ক্রিয় হয়ে ছিলাম নিশিরোজ।
আসিনি ক'দিন পাড়াগাঁয়, হেরিনি কতক বিল
তার 'পরে এসে লুটিয়ে পড়ে কালবৈশাখীর কিল।
এমন হয়েছে বিদ্যুৎ গিয়েছে চলে..
চার্জ নাই ফোনে, বলিব কথা কোন বলে?
ভাবিলাম একবার ফোন দেই তোদের করিয়াছি মনস্থির
হেনকালে হেথা দেখিলাম কতক বুভুক্ষু লাশের ভীর৷
তারপরে আর হয়নি করা তোদের কাছে ফোন,
রাগ করিস না!
তোরাই যে আমার নিশ্চুপ বন্ধুধন।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।