মুহিব্বুল্লাহ ফুয়াদ'র কবিতা রোজার শেষে ঈদে।। বর্ণপ্রপাত


তারাবি'ও তিরিশ রোজা 
শেষ হয়েছে আজ
খোকা খুকি মহানন্দে 
করছে ভীষণ সাজ

উঠোন জুড়ে নাচছে আবার
দোয়েল পাখির মতো
করছে বাহির নতুন জামা
সাজন পাতি যতো

মেহেদি রঙ মাখছে হাতে
আলতা দুটি পায়ে
এমন খুশি প্রতি বছর 
আসে সবুজ গাঁয়ে

খুশির জোয়ার বয়ে চলে 
খোকা খুকির নিদে
ভোর বিহানে ক্ষিদে মিটায়
রোজার শেষে ঈদে। 

দুপুর - ২:২৮
২০-৫-২০ইং 
ওসমানী নগর সিলেট 

আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন ju94.bd@gmail.com।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।