ওয়াসীম আকরাম'র কবিতা ঈদ ।। বর্ণপ্রপাত


তিরিশ রোজা হলো শেষ
আকাশ ছেপে চাঁদের দেশ
দিচ্ছে উঁকি, আনলো বয়ে খুশির বান।
ঈদ মোবারক, মোবারক ঈদ
খুশির জোয়ার চারিদিকে দিচ্ছে যে তাগিদ
আজ পবিত্র অন্তর আনন্দে হয়েছে কুরবান
গরীব দুখি উঁচু নিচু সবাই আজ সমান।

আত্ম সুদ্ধি আত্মা সুদ্ধি রাখবো ধরে সারা বছর
হিংসা বিদ্বেষ ভুলে মিলে মিশে থাকবো জীবন ভর
পাক পবিত্র নতুন জামায় আতর খুশবো মেখে
বাটতে খুসি ছুটছে মুমিন ভাসতে মহা সুখে
সবার মনে বইছে খুসি বাচ্চা বুড়ো জোয়ান
আকাশ পানে হাসছে দেখো নতুন ঈদের চাঁন।

ডাক দে আজি ঈদগাহে এক কাতারে সবাই
খুশির বন্যা বহিয়ে দিতে শত্রু-মিত্র সব ভুলে যাই
হাজী গাজী দুস্ত অনাহারীর মুখে, দে তুলে দে ফিরনি-সেমাই 
যাকাত ফিতরা দে তুলে দে, সবাই মিলে ঈদের খুশি বানাই
প্রেমের নহর বইবে আজি রহমতে শুকরান
ঈদের চাঁদে হাসছে দেখো বিদায়ী রমজান।

এবার না হয় ঈদ হোক ঘরে
বেঁচে থাকলে আবার যাব বাহিরে!

২৪/০৫/২০২০
০৯ কিয়ানটেক ড্রাইভ, সিংগাপুর।

আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন ju94.bd@gmail.com।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।