হামীম রায়হান'র কবিতা মেঘ ও চাঁদ।। বর্ণপ্রপাত


হঠাৎ এসে দুষ্ট মেঘ
আকাশ দিলো ঢেকে,
চাঁদটা খুঁজে খুকু হাতে
নকশা মেহেদি মেখে।
দুষ্ট ও মেঘ, যা সরে যা
চাঁদটা কোথায় দেখি,    
মেঘরা বুঝি বাড়ছে আরো!
'রাগ করেছো নাকি?'
রাগ করো না তোমরা এবার
একটু তো যাও সরে,
চাঁদের দেখা পেলে পায়েস
রান্না হবে ঘরে!
ঈদ সেলামির হিসেব হবে
ঘুচিয়ে জুতো জামা,
ও মেঘ তুমি যাওনা সরে,
ঐ যে চাঁদ মামা!

হামীম রায়হান,
পটিয়া, চট্টগ্রাম

আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন ju94.bd@gmail.com।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।