আবু হেনা মুস্তফা'র কবিতা


সমগ্র জীবন


  • জানি আমি, একদিন আকাশটা নীলিমায় দোল খেতে খেতে মানুষের বোবা বিস্ময়গুলো ভরহীন মহাশূন্যে বিলীন হওয়ার আগে একবার দেখে নেবে এই অসহায় মহাপৃথিবীকে। সবুজ বৃক্ষের সহসা ফেনিল শুভ্রতায় মুগ্ধ হয়ে আমার চারদিকে দেবে ছড়িয়ে প্রাণের দীপ্তি। যে দীপ্তির দ্যুতি এসে ভরিয়ে দিয়ে যাবে আমার তিনটি অন্ধচোখের তীর্ব সবুজ বাতায়ন। যে অসহ্য মুগ্ধতা আমাকে বেষ্টন করে রেখেছিলো একদা খুব ছোট্ট কিছু আশা দিয়ে, -আজ তারা হয়ে যাবে সমাপ্ত। শুধু আমার অতৃপ্ত দৃশ্যমান চক্ষুতে থেকে থেকে রজনীগন্ধার মতো হয়ে একগুচ্ছ শাদা আর সবুজের মল্লযুদ্ধ, অথবা পাতাবাহারের মতো হয়ে। পাতাবাহারের মাঝে কে পুষ্প আর কে পত্র-এ বিষয়টি তখনো রয়ে যাবে প্রশ্নের কিনারে। রয়ে যাবে আরো কতো ছবি, আরো কতো গান- সেতো জীবনের অফুরান আলোর শীতল বৃষ্টি! অদ্ভুত তিনটি চোখের মুগ্ধতার অতৃপ্ত আলো নিয়ে একদিন হয়ে যাবো লীন একদিন হয়ে যাবো মুক্ত, বন্ধ করে সমগ্র বিলীন। 


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।