নাজনীন নাহার নিম্মি'র কবিতা ঈদ আমেজ ।। বর্ণপ্রপাত


শুনতে পারছো ক্রদন?
উড়ে আসা শংখচিলের হাহাকার! 
নি:শ্বাসে মৃত্যুর স্বাদ
সংস্পর্শে আস্বাদান।
প্রতিক্ষায় উচ্ছ্বাস নির্জীব প্রাণ
ঈদ এলো বলে তৃষিত হৃদস্পদন। 
বিষন্নতায় পৃথিবী আজ স্ফুলিঙ্গ 
ঝাঝড়া তান্ডবে একদল করোনার আনন্দ উৎসব।
প্রতিক্ষণে মানব মিলনে ছড়িয়েছে বহুরূপে
মর্ডান বাঙালি করোনা আলিঙ্গনে শপিংমলে। 
নবরূপে ঈদ করোনাকে নিমন্ত্রণ দিয়ে,
ঘরের চৌকাঠে করোনা সমাদরে। 
শেমাই মিষ্টি মোরগ পোলাও
ঈদের আমেজে চারিদিক
গ্লাভস মাক্স সিঁকেই তুলেছে
করোনায় কোলাকুলি চারদিক।
কিছু প্রহর বাদে ঈদকে বিদায় জানিয়ে
মৃত্যুপুরীতে নাম লিখিয়েছে
শিক্ষিত অসচেতন বাঙালি।

আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন ju94.bd@gmail.com।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।