MrJazsohanisharma

কাম সাধনা ।। সুজন কুমার

 

এই তো কিছু দিন আগের কথা
পাড়ার দিদিমনিরা আমায়
কোলে নিয়ে কত আদর করত।
আর আজ আমি সে পথ ভুলিয়া
কাম সাধনায় ব্যস্ত।
সরসে সময়ের সাধন ভঙ্গ হয়েছে
অফুরন্ত কাম সাধনায়
পাড়ার দিদিমনিরা আর আমায়
কোলে নেয় না
আমি নাকি বড় হয়েছি।
বয়সের বড় ব্যবধানে
যৌবনের শেষ সংস্কার করেছি
চার হাত ছোট খাট খানিতে
আমরা এখন দুজন যাত্রী।
দুজনার একমুখী ভাবনায়
জন্ম হল আর একটি নতুন মুখের।
প্রেয়সি আমায় রসিকতা করে বলল,
“ওগো, এখন থেকে তুমি দুহাত দুরে থাকবে”
এভাবেই ফাঁক সৃষ্টি হতে লাগল
বয়সের শেষ প্রান্তে এসে দেখি
খাটে আমার আর যায়গা হয়না,
কাম আমাকে আর তাড়া করে না,
বার্ধক্যের খড়ায় যৌবন গাঙ্গের
জল শুকিয়ে গেছে।
সেখান থেকে দাড়িয়ে অতীতের স্মৃতি দেখি
হায়! আমার জীবনের চিত্ররথ।
যে রথে বিচিত্রময় সৃষ্টির কিছুই নাই।

-সুজন কুমার

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।