এই তো কিছু দিন আগের কথা
পাড়ার দিদিমনিরা আমায়
কোলে নিয়ে কত আদর করত।
আর আজ আমি সে পথ ভুলিয়া
কাম সাধনায় ব্যস্ত।
সরসে সময়ের সাধন ভঙ্গ হয়েছে
অফুরন্ত কাম সাধনায়
পাড়ার দিদিমনিরা আর আমায়
কোলে নেয় না
আমি নাকি বড় হয়েছি।
বয়সের বড় ব্যবধানে
যৌবনের শেষ সংস্কার করেছি
চার হাত ছোট খাট খানিতে
আমরা এখন দুজন যাত্রী।
দুজনার একমুখী ভাবনায়
জন্ম হল আর একটি নতুন মুখের।
প্রেয়সি আমায় রসিকতা করে বলল,
“ওগো, এখন থেকে তুমি দুহাত দুরে থাকবে”
এভাবেই ফাঁক সৃষ্টি হতে লাগল
বয়সের শেষ প্রান্তে এসে দেখি
খাটে আমার আর যায়গা হয়না,
কাম আমাকে আর তাড়া করে না,
বার্ধক্যের খড়ায় যৌবন গাঙ্গের
জল শুকিয়ে গেছে।
সেখান থেকে দাড়িয়ে অতীতের স্মৃতি দেখি
হায়! আমার জীবনের চিত্ররথ।
যে রথে বিচিত্রময় সৃষ্টির কিছুই নাই।
-সুজন কুমার