শিরিন,বকুল ফুলের মালা
কাহার তরে গাঁথ হে বালা?
কোন সে প্রেমিক মনোহরা
কে সে তোমার প্রেমকালা?
গভীর রাত্রি জাগি জাগি
নিঁদ ভুলেছ কাহার লাগি?
চোখ ফুলেছ, বাক ফুলেছ
কও না কথা আমায় খুলি?
জপ কাহার নামের বুলি
জপ সেই নিরালা
প্রেমের কুঁড়ি ফুটিয়ে দিয়ে
কোন সে নিঠুর আছ দিয়ে
দূরের দেশে কোন হরষে
কোপল প্রিয়ার ভুলে গিয়ে
দিয়েছ প্রেমের ভীষণ জ্বালা।
-আনোয়ারুল ইসলাম