আশরাফ রাসেলের 'তুমি আসো না'

সেদিন তুমি আসো না
যেদিন তোমাকে নিয়ে ভাবাভাবি
সেদিন তুমি আসো না।
স্নানের সন্ধ্যা চলে যায়
ভেজা বাতাস পুড়ে বিরহের বন্যায়,
তুমি আসো না।
যেদিন ভেবে নেই
সব কম্ম ফেলে
তোমায় নিয়ে হাসাহাসির খেলায় মেতে উঠবো
সেদিন তুমি আসো না।
ঘন্টা মিনিট সেকেন্ড
সেকেন্ড মিনিট ঘন্টা
গুনে গুনে ক্লান্ত হই
তুমি আসো না।
নদীর বুকে যখন শূণ্য চর
তুমি আসো না
ভরা শ্রাবণে তোমার কূল পাই না।
কি মানে আছে
এ পথ ধরে চেয়ে থাকার?
কি লাভ তাতে মিছে স্বপ্নে বিভোর হবার!
যেখানে আছো সেখানটা তোমার না
যেখানে নেই সেখানটা হারাবার না।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।