মো. আশরাফুল আলমের কবিতা "সজাগ থাকো"


আমরা হুজুগ দেখে সুযোগ খুঁজি
নিজের ভাল বুঝিনা।
মোদের মত কপাল পোড়া আছে কয়জনা?

সরকার কইলো গৃহে থাকো করোনা ঠেকাও
আমরা বলি যত খুশি হাট-বাজারে যাও।
সরকার করোনার ভয়ে অফিস ছুটি দিল,
অমনি সবাই হুমরি খেয়ে বলছি গ্রামে চলো।

মরতে হলে গ্রামেই মরি সতর্কতা বেশ!
একটু ভুলেই গোটা জাতি হচ্ছে নাতো শেষ?
না জানি এই করোনা কখন দিবে হানা,
গৃহদ্বারে আসবে নিয়ে মৃত্যুর পরোয়ানা।

সোনার বাংলা করতে শ্মশান লোকের পিঠে চড়ে,
ঐ করোনা এলো বুঝি মফঃস্বল-শহরে।
ওরে সাবধান হউন সতর্ক হউন বলছি বারংবার,
অপ্রয়োজনে বাইরে থাকার এখন কি দরকার?

বিশ্ব যখন দিশেহারা খাচ্ছে টালমাটাল ;
বাংলাদেশেও হতে পারে তাদের মত হাল।
সময় থাকতে সতর্ক হও রুখতে করোনা,
কয়েকটা দিন গৃহে থাকো বাইরে বেড়োনা।

তাকিয়ে দেখো বিশ্বপানে করোনার মহামারী,
প্রকৃতিও ভ্যাবাচ্যাকা শুনে আহাজারি।
মৃত্যুর দ্বারে আপন স্বজন সবাই থাকছে দূরে।
চাইনা আমি এমন মরণ; চায়বা বল কে-রে?

তাই বলছি, করোজোরে সজাগ থাক বেশ,
আমরা সবাই বাঁচতে পারি বাঁচতে পারে দেশ।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।