জাহানুর রাহমান খোকনের কবিতা "স্বাধীনতার গল্প"


হে আমার উত্তর প্রজন্ম
গল্প শুনবে (?)
লাল-নীল ও সবুজের বুকে
ধবল স্বপ্নের রক্তাত্ব মৃত্যুর গল্প।
পদ্মা-মেঘনা, যমুনার বুকে
হঠাৎ লাশ হয়ে ভেসে উঠা
আমার স্বজন,আমার ভাইয়ের গল্প।
গল্প শুনবে (?)
৭ই মার্চের ভাষণের গল্প
কিংবা
আমার মায়ের আত্মচিৎকারে ভারি হওয়া
মার্চের কালো রাতের গল্প।
গল্প শুনবে(?)
আমাদের স্বাধীনতার গল্প,
বাঙলার আকাশে বাতাশে ভেসে আসা
গুলির আওয়াজ এবং
পাক বাহিনীর উল*ঙ্গ নৃত্যের গল্প।
গল্প শুনবে(?)
একজন মানুষের
নায়ক থেকে মহানায়ক
অতঃপর
জাতির পিতা হওয়ার গল্প।
আরও অনেক গল্প আছে
শুনবে,গল্প শুনবে(?)
স্বাধীনতার গল্প
দিকে দিকে বারুদের গন্ধে বাতাস ভারি হলে
মা বোনের আহাজারি থেমে গেলে
সবুজের বুকে লাল সূর্য অঙ্কিত পতাকা এলো,
বাংলাদেশ স্বাধীন হলো,
শুনবে সে গল্প(?)।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।