প্রেম কি বলো ছেলেখেলা নিছক মনের আশা!
প্রেম হলো এক পরিনতি গভীর ভালোবাসা।
মধুর টানে আপন মনে যেমন অলি ছোটে
কুঁড়ি যেমন সময় হলে ফুল হয়ে সে ফোঁটে।
তেমন করে ভালোবাসা আপন হতে আসে
প্রেমের টানে দুটি জীবন থাকে আশে পাশে।
প্রেমের কি আর লগ্ন তিথি থাকে দিবস মাস!
সারা জনম প্রেম বহমান হৃদয়ের নিঃশ্বাস।
ছেলে-মেয়ে ভাবছ যারা বয়স যাদের কুড়ি
প্রেমদিবসে জিতবে তোরা, হারবে বুড়ো বুড়ি!
ভাবনা মিছে সামন পিছে দেখো একটু চেয়ে
ভাবছ যেটা পাচ্ছ কি তা? উল্টোটা যাও পেয়ে।
প্রেম যদি হয় পরীক্ষিত ভাটায় পোড়া মাটি
যায় না কেনা গোলাপ দিয়ে কারণ সেটা খাঁটি।
প্রেমের এখন নড়বড়ে ভিত নেই সেখানে আশা
বুড়ো বুড়ির প্রেম বুনিয়াদ সঠিক অথবা খাসা।
প্রেমদিবসে জিতবে তোরা, হারবে বুড়ো বুড়ি!
ভাবনা মিছে সামন পিছে দেখো একটু চেয়ে
ভাবছ যেটা পাচ্ছ কি তা? উল্টোটা যাও পেয়ে।
প্রেম যদি হয় পরীক্ষিত ভাটায় পোড়া মাটি
যায় না কেনা গোলাপ দিয়ে কারণ সেটা খাঁটি।
প্রেমের এখন নড়বড়ে ভিত নেই সেখানে আশা
বুড়ো বুড়ির প্রেম বুনিয়াদ সঠিক অথবা খাসা।