নুর আলম সিদ্দিক'র কবিতা: সুখের সন্ধানে



তোর সখী কই?
                আমি যে সুখ কষ্টের সাথে রই।
শান্তি নিবাস ভাসছে কোথা বল?
                দুঃখের পিছে ছুটছে অবিরল।
কোন কাননে ভাসছে এমন সুখ?
                যে ধরাতে নাই যে সর্বভুক।
নরকপানে এলিয়ে দিচ্ছে পা
                অনলপুরে তপ্ত হয়ে ঘাঁ।
নিঃস হয়ে বৃক্ষতলে যাই
                শান্তিপুরের রত্ন হয়ে যাই৷
তৃপ্ত সেথায় পাচ্ছে যাহা ভাই।
                সুখের নিশান খুঁজে সেথায় পাই।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।