তোর সখী কই?
আমি যে সুখ কষ্টের সাথে রই।
শান্তি নিবাস ভাসছে কোথা বল?
দুঃখের পিছে ছুটছে অবিরল।
কোন কাননে ভাসছে এমন সুখ?
যে ধরাতে নাই যে সর্বভুক।
নরকপানে এলিয়ে দিচ্ছে পা
অনলপুরে তপ্ত হয়ে ঘাঁ।
নিঃস হয়ে বৃক্ষতলে যাই
শান্তিপুরের রত্ন হয়ে যাই৷
তৃপ্ত সেথায় পাচ্ছে যাহা ভাই।
সুখের নিশান খুঁজে সেথায় পাই।