হৃদয় রায়'র কবিতা প্রিয়সী


আজ মোর আঙ্গিনায়
নেই রৌদ্র-ভোর,
আছে বৃষ্টি কণা ঝিরি ঝিরি মন চোর।

'নোলক' পরিতে দেখিলাম তোমায়,
সে ভেজা আলতা পায়।
দক্ষিণা বাতাস মাতায়েছো সখী,
মোর মনো চায়।

ও বৃষ্টি তুই মনোরম ভরে,
না থাম আজ অবিরাম ঝিরি ঝিরি ঝড়ে,
নোলোকে তোকে দেখি,
আর আঁকি-বুকি
দেবী রূপ ঝড়ে ওই দ্বীপ তরে।

আকাশ চমকিয়া যায়,
ও রূপ দেখে হায়।
গরজনে কহে দেখি
ও অবাক রূপ সেকি,
আল্লাদ না লুকায়।

আমি মহিত মহিত সখী,
মোহিত তোমা পানে
মোহিত দিবা কিবা রজনী জ্ঞানে।।।।।।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।