এ বি সিদ্দিক'র তিনটি কবিতা


তোমার স্পর্শকাতর চুম্বনে

আজো খুজেছি তোমায় ওগো প্রিয়তমা
হাস্নাহেনার ঘ্রাণে, দারুচিনি দ্বীপে
বিকাল বেলার ঝড়ানো আমের মকুলে
সন্ধ্যাতারার স্ফুলিঙ্গ স্মিতহাস্যে।
ইন্দ্রধনুর বর্ণালীতে, স্বর্গের পরীর দেশে
ঘন কালো পুঞ্জীভূত স্তব্ধ মেঘের আড়ালে।
তেমাকে বসিয়েছি অন্তরের বায়ুমণ্ডলে
শতরঞ্জি পদ্মাসনে।
দেখা দাও, দেখা দও ওগো মনোহরণী!
কি উদগ্র অতৃপ্তি,কি দূর্দমনীয় কামনা!
আজো সন্ন্যাসীর বেশে,
নির্বাক চলি শ্রান্ত পদে, চঞ্চল আঁখি জলে।
হে নিষ্টুর মহাকাল!
ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও সেই রোমাঞ্চকর অনুভুতি,
দুই করপুটি তুলি করি এ মিনতি।
কত ভ্রমেছিনু দুজনে স্নিগ্ধ উপকূলে
বাক্যহীন অধরে মেতেছিনু কত উচ্ছ্বাসিত চুম্বনে!
মার্তণ্ডের ক্ষিপ্র প্রখরতার ন্যায়,
দুটি দেহ মিলেমিশে একাকার হয়েছিল,
কি দারুণ উষ্ণতায়!
তরঙ্গের মেলারা লুকিয়েছিল লজ্জাবরণে
শাখের পল্লবে চলেছিল ফিসফিস কানাকানি।
মধ্যাহ্নের পরে,
আকাশের দিকে চেয়ে চাতকের ন্যায় দুজনা
কত সনির্বন্ধ প্রার্থনা,
বরষার অন্ধকারে বিজনে দুটি প্রাণের মিলনে
স্বর্গীয় আবেশে মেতেছি কত সন্ধ্যালোক।
মেঘের পাদদেশ হেলান দিয়ে অলস দেহে
তন্দ্রাহীন জাগরনে,
তোমার ঘুম পারানি গানের সুরে
নির্ঘুম চোখে এসেছিল আসহাবে কাহাবের ঘুম।
কতশত বিচিত্র স্বর্গসুখ
স্বপ্নযোগে ধরা দিয়েছিল তোমার আলতো পরশে!
কোটি কোটি বছর পর
কোন এক শান্ত প্রভাতে নিদ্রা টুটেছিল,
তোমার স্পর্শকাতর চুম্বনে!
একি নিষ্টুর প্রবোধ!
আমি চিৎকার করে সন্ন্যাসীর ন্যায় বলেছিলাম-
"আমাকে জাগিও না,আমাকে জাগিও না,
এতটুকু অনুরোধ।"

স্মৃতির এ্যালবামে

এসেছি তোমাদের মাঝে
চাই ভালবাসা অফুরন্ত,
হয়তো চলে যাব একদিন
রেখো স্মৃতিটুকু প্রাণবন্ত।

হয়তোবা জোছনা রাতে
নক্ষত্রের ঝলকানিতে,
রামধনুর সাত রং ছড়িয়ে
জীবন রাঙাতে।

হয়তোবা কোকিলের সূরে
প্রাণ দেবো মেতে,
সঙ্খচিলের ডানাই ভর করে
আসিব দেখা দিতে।

হয়তোবা পল্লী বালার
নুপুরের সংগীতে,
উদাস কবির ঝাঁঝালো
প্রনয় কবিতাতে।

হয়তোবা শিশির ফোটায়
আসিব ধরাতে,
হয়তো দেখিবে আমায়
প্রস্ফুট মঞ্জরীতে।

হয়তোবা কোন বংশীবাদকের
সুকরুন সুরে পাবে,
কল্পিত অদৃশ্য মায়ার যতনে
রেখো স্মৃতির এ্যালবামে।

হয়তোবা বিহঙ্গের ডানায়
চড়ে বায়ুবাহিতে,
নির্জনে একাকী খুজিও,পাবে
দিগন্ত বিস্তৃতিতে।

০২.০৫.২০

বৃষ্টির ছন্দ

বৃষ্টি বৃষ্টি
আর কত সৃষ্টি
কবিতা আর ছন্দ।

জোরে নামো
খুলে দাও দৃষ্টি
লাগেনা তো মন্দ।

দাও দাও
প্রাণ ভরা তৃপ্তি
বসে আছি একা।

তুমি ছাড়া
আসে নাকো সৃষ্টি
তাই বসে থাকা।

ঝড় ঝড়
ফোটা ফোটা বৃষ্টি
ইশারায় ডাকে আমাকে।

এসো এসো
খেলি লিখে কৃষ্টি
পাবে নব বিরহিণীকে।

বল বল
দেবো খুলে মুষ্টি
রাখবোনা কোন অপ্রাপ্তি।

হাসি হাসি
প্রাণে পাবে তুষ্টি
এ যেন স্বর্গীয় শক্তি।

০১.০৫.২০

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।