রহিম উদ্দিন'র কবিতা পৃথিবীর অসুখ!


"খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু
আনমনে খেলিছ....."
ধাবমান অশ্বের নিস্তেজ পা জোড়া অবশ দেবদারু
প্যারালাইজড বৃদ্ধার অগণিত ঘৃণ্য চাহনি
ফিরে ফিরে তাকায় পৃথিবীর পানে
কর্ণকুহরে সমুদ্রের গর্জন ধ্বনি
হায় পৃথিবী, হায় পৃথিবী
শুনতে কি পাও?
অমনি ক্ষমতাধর রাষ্ট্রের সীমান্তে পোতা সারি সারি স্থল মাইন উঠে আসে
যুদ্ধবিমান গুলো বিকট শব্দে নেমে আসে ঘাঁটিতে
রণতরী আর সাবমেরিনের ফিরে আসার সাইরেন বেজে উঠে
গুপ্ত ভাণ্ডারে সুপ্ত গোলাবারুদ মুহূর্তেই হয়ে যায় অনুপযোগী
মরুভূমির উত্তপ্ত ধূলিরাশি হয়ে যায় কাদামাটি
হিমালয়ের বুকে জাগে এক খণ্ড অগ্ন্যুৎপাত
নীলনদের পানি শুকিয়ে হয় মরা নদী
এই দুর্বিষহ রাতে, রাষ্ট্রের এতো এতো যুক্তি আর প্রযুক্তি ব্যর্থ হয়ে যায়,
অজানা এ মহামারীর নাম করোনা
মুহূর্তে সম্মুখে ভাসে এক ঝাঁক অভাবী রুক্ষমূর্তি মানুষের মুখ
হায় পৃথিবী হায় পৃথিবী
আজ কি তবে পৃথিবীর অসুখ?
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নির্জনে প্রভু নিরসনে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।