আশরাফ রাসেল'র কবিতা শারীরিক দূরত্বের গুরুত্ব



আমরা এখন প্রেমে পরতে পারি
এখন ইচ্ছে হলেই সুবিধে মত
পরস্পর সমান সমান তিন ফিট দূরত্ব মেপে
রোজ রোজ প্রেমে পরতে পারি আমরা।
ইস্কুলের করিডোর
যেখানে
হাতে হাত, পায়ে পা
দেহের ভাজে দেহের রেখা মিলিয়ে ,
ওষ্ঠযুগলের দীর্ঘ বিলাসিতা চলতো
ওসবের বালাই থাকবে না সেখানে আর।
বরং আমরা বেচে নিতে পারি
বিশ ইঞ্চি পুরুত্বের কোন ইট সুরকির নিশ্ছিদ্র প্রাচীর
এ পারে ওপারে তিন ফিট বাই তিন ফিট দূরত্ব যথাযথ।
অথবা পিপিই'র উপযুক্ত ব্যবহারে
সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে
সেকেন্ডে সেকেন্ডে সাবান স্যানিটাইজারের আলিঙ্গনে
আমরা প্রেমে পরতে পারি
মনের সাথে মনের স্পর্শ
প্রেম নাশী করোনার স্পর্শের বাইরে হয় যদি।
যতদিন যাবৎ মিলিয়ন মিলিয়ন ফিট দূরত্বে মেনে চলছি
তিন ফিট দূরত্বে যদি তেষ্টা মেটে কিঞ্চিৎ তবে
আমরা প্রেমে পরতে পারি এখন সহস্রবার।
যখন ইচ্ছে তখন।
মানুষ যখন মানুষের থেকে সর্বোচ্চ দুরে
এসব দূরত্ব তো তারই বৈধ স্বীকৃতি মাত্র।
পরস্পরের দুরত্যয় ঘোচাতেই যে প্রেম
সে প্রেমেই যখন দূরত্বের গুরুত্ব বুঝে
তখন আমি বুঝি, প্রেম নীতির চেয়ে রাষ্ট্র নীতির তাৎপর্য।
তবু আমরা এখন প্রেমে পরতে পারি
ভয় নেই
যথাযথ দূরত্ব মেপেই আমরা প্রেমে পরতে পারি এখন অহরহ।

আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।