যৌবনকে হারিয়ে ফেলার ভয়,
যৌবন শেষে বার্ধক্যের হয় শুরু
ভোগ বিলাসের মোহ থেকে নিশ্চয়!
চল্লিশ বছর বয়সটা বেশ ভারি
নাপারা আর অভিযোগ কতশত,
কাজে ঠনঠন মুখে বারাবারি
কোন কিছুতে পারিনা আগের মতো ৷
ইদানিং বেশ গাছাড়া ভাবে থাকি
গিন্নীর মুখে হামেশা খই ফুটে,
জীবনের আর রইলো কীবা বাকী
সব পাওয়া আজ বুঝি গেছে টুটে ৷
বয়স নাহয় বেড়েছে কিছুটা বেশি
মনটাতো ঠিক আগের মতোই আছে,
ভাই থেকে কবে হয়েগেছি চাচা
শালির সমান বয়সী মেয়ের কাছে ৷
চল্লিশ বছর নয়তো অবহেলার
কীকরে বোঝাই বয়সতো নয় বড়,
ভীরুর কুড়ির মূল্য কী আর আছে
কাপুরুষরা চিরদিন থাকে বুড়ো ৷
লেখকঃ শিক্ষক, উলিপুর, কুড়িগ্রাম।
কবিতায় বয়েস এর প্রকাশ অসাধারণ হয়েছে।
ReplyDelete