আমার কবিতার ইতিকথা।। আতিক মেসবাহ্ লগ্ন


কতদিন থেকে কবিতার কলমটাকে হাতে নিই না,
কতদিন থেকে শব্দশৈলীকে ছন্দে ছন্দিত করি না,
কবির কবিতার ঝলকানিতে,
শুকনো পাতা ঝরে পড়ুক।

জ্বলে উঠুক চেতনার স্ফুলিঙ্গ, 
হতোদ্যমদের চোখে মুখে।
ধরার কালঘুম আর পরাশক্তিকে
লেখনি দিয়ে,দিক ওরা রুখে।

কবির কবিতার শব্দের তোড়ে,
জেগে উঠুক প্রতিটি ঘুমন্ত মন।
ভালোবাসার বিস্ফোরনে তৈরি হোক,
সুখময় সহৃদয়তার বন্ধন।
সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে,
সবাই হোক সবার আপনজন।

বহুদিন থেকে কবিতা শোনা হয় না,
বহুদিন থেকেই কবিতার ঝঙ্কারে,
এই মস্তিষ্কে নতুন উন্মাদনার সৃষ্টি হয় না।

কবিতার প্রলয়ঙ্করী শব্দ,
পৌছুক সবার কর্ণকুহরে।
পালটে যাক পাশবিক আত্মা,
শুভ শক্তি ও সদিচ্ছারর জোরে।

বেশ কিছুদিন হল কবিতা আবৃত্তি করি না,
অনেকটা সময় থেকেই,কন্ঠকে দৃঢ় করি না।
কবিতার ঝড়ে মাতিয়ে তুলি না, 
পাশের মানুষগুলোকে।

আমার কন্ঠ তার জড়তাকে দূরে পাঠাক,
কম্পাঙ্কের প্রতিটি রেশ ঢুকে যাক,
মিশে যাক নিউরনের সাথে।
কবিতার প্রতিটি শব্দ যাক,
শ্রতাদের হৃদয়ের সাথে গেঁথে।

পাগল হয়ে যাক কবিতার ঝলকানিতে।
উন্মাদনায় চিৎকার করে বলুক,
ভালোবাসি কবিতা,
ভালোবাসি বাংলাদেশ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।