কতদিন থেকে কবিতার কলমটাকে হাতে নিই না,
কতদিন থেকে শব্দশৈলীকে ছন্দে ছন্দিত করি না,
কবির কবিতার ঝলকানিতে,
শুকনো পাতা ঝরে পড়ুক।
জ্বলে উঠুক চেতনার স্ফুলিঙ্গ,
হতোদ্যমদের চোখে মুখে।
ধরার কালঘুম আর পরাশক্তিকে
লেখনি দিয়ে,দিক ওরা রুখে।
কবির কবিতার শব্দের তোড়ে,
জেগে উঠুক প্রতিটি ঘুমন্ত মন।
ভালোবাসার বিস্ফোরনে তৈরি হোক,
সুখময় সহৃদয়তার বন্ধন।
সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে,
সবাই হোক সবার আপনজন।
বহুদিন থেকে কবিতা শোনা হয় না,
বহুদিন থেকেই কবিতার ঝঙ্কারে,
এই মস্তিষ্কে নতুন উন্মাদনার সৃষ্টি হয় না।
কবিতার প্রলয়ঙ্করী শব্দ,
পৌছুক সবার কর্ণকুহরে।
পালটে যাক পাশবিক আত্মা,
শুভ শক্তি ও সদিচ্ছারর জোরে।
বেশ কিছুদিন হল কবিতা আবৃত্তি করি না,
অনেকটা সময় থেকেই,কন্ঠকে দৃঢ় করি না।
কবিতার ঝড়ে মাতিয়ে তুলি না,
পাশের মানুষগুলোকে।
আমার কন্ঠ তার জড়তাকে দূরে পাঠাক,
কম্পাঙ্কের প্রতিটি রেশ ঢুকে যাক,
মিশে যাক নিউরনের সাথে।
কবিতার প্রতিটি শব্দ যাক,
শ্রতাদের হৃদয়ের সাথে গেঁথে।
পাগল হয়ে যাক কবিতার ঝলকানিতে।
উন্মাদনায় চিৎকার করে বলুক,
ভালোবাসি কবিতা,
ভালোবাসি বাংলাদেশ।
কতদিন থেকে শব্দশৈলীকে ছন্দে ছন্দিত করি না,
কবির কবিতার ঝলকানিতে,
শুকনো পাতা ঝরে পড়ুক।
জ্বলে উঠুক চেতনার স্ফুলিঙ্গ,
হতোদ্যমদের চোখে মুখে।
ধরার কালঘুম আর পরাশক্তিকে
লেখনি দিয়ে,দিক ওরা রুখে।
কবির কবিতার শব্দের তোড়ে,
জেগে উঠুক প্রতিটি ঘুমন্ত মন।
ভালোবাসার বিস্ফোরনে তৈরি হোক,
সুখময় সহৃদয়তার বন্ধন।
সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে,
সবাই হোক সবার আপনজন।
বহুদিন থেকে কবিতা শোনা হয় না,
বহুদিন থেকেই কবিতার ঝঙ্কারে,
এই মস্তিষ্কে নতুন উন্মাদনার সৃষ্টি হয় না।
কবিতার প্রলয়ঙ্করী শব্দ,
পৌছুক সবার কর্ণকুহরে।
পালটে যাক পাশবিক আত্মা,
শুভ শক্তি ও সদিচ্ছারর জোরে।
বেশ কিছুদিন হল কবিতা আবৃত্তি করি না,
অনেকটা সময় থেকেই,কন্ঠকে দৃঢ় করি না।
কবিতার ঝড়ে মাতিয়ে তুলি না,
পাশের মানুষগুলোকে।
আমার কন্ঠ তার জড়তাকে দূরে পাঠাক,
কম্পাঙ্কের প্রতিটি রেশ ঢুকে যাক,
মিশে যাক নিউরনের সাথে।
কবিতার প্রতিটি শব্দ যাক,
শ্রতাদের হৃদয়ের সাথে গেঁথে।
পাগল হয়ে যাক কবিতার ঝলকানিতে।
উন্মাদনায় চিৎকার করে বলুক,
ভালোবাসি কবিতা,
ভালোবাসি বাংলাদেশ।