সুজন ডাকুয়া'র কবিতা "কুঞ্জবনে"



পাশাপাশি হাঁটছি দুজন
হাঁটছি বনের মাঝে,
প্রিয়তমার হাত ধরেছি
যাচ্ছে মরে লাজে ৷
প্রিয়তমা ছোট্ট ছিল
একটু বড়ো আজ
বুকে বুঝি মৃদু কাঁপন
মুখে কেমন লাজ ৷
কত রকম বনের পাখি
বসে গাছের ডালে
পাতার ফাঁকে রৌদ্র-কিরণ
প্রিয়তমার গালে ৷
গাছের শাখা দুলছে হাওয়ায়
রঙ বেরঙের ফুল
মৃদু মৃদু দুলছে কেমন
প্রিয়তমার চুল ৷
বনের সেরা সুগন্ধী ফুল
হঠাৎ এনে খুঁজে
আদর করে প্রিয়তমার
খোঁপায় দেবো গুঁজে ৷
চারিদিকে সবুজ কত
শোনায় আশার বাণী
আজকে বনের রাজা আমি
সঙ্গী আছে রানি ৷
পথের রেখার চিহ্ন ধরে
দূরে দেবো পাড়ি
ভালোবাসার বানাবো ঘর
হবে দেখনদারি ৷

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post