তোর জাতি-মাটির টান
আর বিদ্রোহী ভাবের গান
মনের ভিতিরা দ্যায় শাণ।
তুই তো খাঁটি দ্যাশ-ভক্ত--
লড়াই করির জানিস;
গাত বিদ্রোহীর রক্ত।
তুই যুব-সমাজের পতীক
ভালো করি জানিস--
কুনটা ঠিক কুনটা বেঠিক।
তোর কবিতার বিদ্রোহী ভাষা
ঘোসির অগুনের মতন জ্বলে,
মানষিক দ্যায় বাঁচিবার আশা।
নাই তোর-- হাতাস-ভয়
যুগের ধর্মরাজ তুই,
হবে না তোর পরাজয়।
তুই তো খাঁটি দ্যাশ-ভক্ত,
অধর্মের ধ্বংসকারি তুই;
গাত বিদ্রোহীর রক্ত।
তারিখ: ০২.০৬.২০২০