আঁচল ভরা সুভাষ তোমার
যেন কেতকী ফুল,
সুখের পরশে ব্যাকুল হৃদয়
হয়েছিনু বেভুল।
ঐ আঁচল শুধু নহে গো ছিল
তোমার আবরণ,
খুঁজে পেয়েছিলাম স্বপ্ন সদৃশ
মণি-মুক্তা-কাঞ্চন।
দাও গো তোমার একটি আঁচল
নিতে সুখের ছোঁয়া,
সারা দিনমান ধরি করিব আদর
এ আমার বড় চাওয়া।
গোলাপ বকুল চামেলি জবা
নানা সুবাষেরা ফুল,
আঁচলে তোমার রয়েছে মাখা
হয়েছি তাই মশগুল।
তুমি অপ্সরী হয়ে স্বর্গলোকে
বুঝি ছিলে বহুকাল,
রূপেতে তোমার পাগল আমি
মনটা বেসামাল।
স্বর্গের সব সুখ হয়ে তুমি
দিলে হিমেল হাওয়া,
হৃদয় আমার শীতল হলো
পেয়ে আঁচল ছোঁয়া।
আঁচল ছোঁয়ার অনুভূতিটা
লেপটে আজো ঠোঁটে,
এত সুন্দর এই ধরণী তাই
লাগছে অনেক মিঠে।