শুভ্র কল্যাণী শুকতারা।
জীর্ণ আজ নির্ঝর
যেনো শীলাদেবীর ঘাট,
রক্তের খরস্রোতে
অনিবার মৃগতৃষার
চলছে হাটবাজার ।
সোহাগমদে মৃত্তিকাও
হয়েছিলো চঞ্চল,
নীরও পবনগর্জে বেজেছিলো
শোণিত আজ
আমার নিথর গা।
ধৃত চিরতায় অচীর দেহ
মন অসংবৃত ব্যগ্র।
পয়ার,চিত্র,কল্প
মানসে মননে তীক্ষ্ণতায়
শৈল্পিকতায় আরেকবার সাজাবেকি আমায়,
ফিরে এসো আরেকবার।
অর্থগৃঢ় করে তুলো আমায়
ছন্দে রুপে মালা গেথে দিব তোমায়।
গুঞ্জন গান,ঝড়াঝড় ধরায়
একখানা উপন্যাস হবেকি,
সফল প্রেমের আরেকবার!