হামীম রায়হান'র দু'টি রম্যছড়া





হদি মিয়া


হদি মিয়া গদি পেয়ে
আনন্দে আটখানা!
সবকিছুতে রাজা ভাবে,
করবে না কেউ মানা।
দিনে দিনে আঙুল ফুলে
হয় যে কলাগাছ,
দেখতে হদি গোবেচারা
গভীর জলের মাছ।
বিলাসবহুল জীবন তার,
চড়েন ফেরারি,
কালো টাকায় ঢাকায় গড়েন
ডুপ্লেক্সের বাড়ি!
ছয় ছয়জন বডিগার্ড
অস্ত্র রাখে সাথে,
দিনের বেলা দানবীর,
ইয়াবা বেঁচেন রাতে।
হঠাৎ গেল ফেঁসে হদি
শুদ্ধি অভিযানে,
জেলে বসে রাতে দিনে
জেলের ঘানি টানে।

........................................................

কবি কমল

ফেইসবুকেতে দারুণ লিখেন
কমল উদ্দীন দফাদার,
রাতে বিরাতে বইয়ের পাতার
ছন্দ করেন ধার।
ধার করা সেই ছন্দ নিয়ে
ফেইসবুকে দেন ছবি!
লাইক কমেন্টের বন্যা বসে,
তিনি সময়ের কবি!
নানা বিষয় নিয়ে লিখেন,
পেঁয়াজ, মরিচ, লবণ,
আবার কভু লাইভে গিয়ে
হালকা করেন মন।
বইমেলাতে এবার তিনি
যাবেন নিয়ে বই,
নামটি বইয়ের 'ফেইসবুকেতে
ছন্দে মেতে রই'!
বই হবে তার বেস্টসেলার,
পাবেন পুরষ্কার!
 ফ্যান, ফলোয়ার যাবে বেড়ে
ফিরবে সুদিন তার!
ধরবে ঘিরে পাঠক তাকে,
নিবে অটোগ্রাফ,
এমন কথা ভাবতেই বাড়ে
কবি কমলের চাপ।
'এবার বুঝি সত্যি সত্যি
হয়ে গেলাম কবি!
দেশের সব পত্রিকাতে
ছাপবে আমার ছবি!'    

হামীম রায়হান,
পটিয়া, চট্টগ্রাম

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post