আষাঢ় এলেই দিনে-রাতে ঝরে বারিধারা
সাদা মেঘে আকাশ ঢাকে; ঢাকে চাঁদ-তারা।
রবি থাকে আধোঘুমে ঝাপসা থাকে রোদ
নদী-নালা জলে ভরে গড়িয়ে ছোটে স্রোত।
আকাশপাড়ে মেঘের বাদ্য বাজে ধুরুম ধুম
অঝোর ধারায় বৃষ্টি পড়ে ঝুমঝুমাঝুম।
বৃষ্টি পড়ে রিমঝিমাঝিম পড়ে টাপুরটুপুর
ঘুমের ঘোরে সকাল শেষে গড়িয়ে কাটে দুপুর।
পাপড়ি মেলে কদমফুলে সঙ্গে তমাল কেয়া
মাছ ধরতে নদী-ঝিলে জেলে ভাসায় খেয়া।
ডোবায় বসে কোলাব্যাঙে ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ
মেঠোপথে পিছলে পড়ে পথিকে খায় ল্যাং।
উদোম গায়ে দস্যিরা সব জোটে পাড়ার মাঠে
এমন দিনে কারো কী আর মন বসে বই পাঠে?
মাঠের কাদা দই বানিয়ে সাঁতরাতে যায় খালে
দুচোখ পুরো লাল বানিয়ে ঘরে ফিরে বিকালে।
আষাঢ় এলেই অঝোর ধারায় ঝরে বাদল-বৃষ্টি
শুকনো মাটি উর্বরা হয় প্রাণ ফিরে পায় সৃষ্টি।