ভালোবাসি তোমায় ক্ষণিকের নয়, হয় চিরবধি তুমি কি দেবে আমায় আমার ভালবাসার অনুমতি?
গ্রীষ্মের কাঠফাটা গরমে, দখিনা হাওয়ার বরণে, মিশে থাকতে চাই তোমার প্রেমের আবরণে।
গোধূলি বিকেলের আভাসে মিষ্টি রোদ্দুর বাতাসে ভালোবাসবো তোমায় চিরবধি, দেবে কি অনুমতি?
বর্ষার আগমনে কালো মেঘের আবরণে, বর্ষার বর্ষণে তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই নিরবধি, দেবে কি অনুমতি?
শীতের শুষ্কতার আদরে, আমার প্রেমের চাদরে জড়াতে চাই তোমাকে তুমি চাও যদি, দেবে কি অনুমতি?
ওই শাড়ির আঁচলে, চোখের কাজলে, অন্তল কেশর চুলে তোমার খোঁপা ভরিয়ে দেব লাল গোলাপ ফুলে তোমায় অবিরতি, দেবে কি অনুমতি?
অনুভব করি তোমায় মনের মাঝে রেখে ভালোবাসা প্রকাশ করি আমার মনে তোমার ছবি এঁকে, ওগো রূপবতী দেবে কি অনুমতি?
ভালোবাসি প্রিয় তোমায় ভালোবাসো মোরে, যতন করে রাখবো তোমায় আমার বাহুডোরে! ওগো মায়াবতী দেবে কি অনুমতি?