অনুমতি ।। জাহিদুল ইসলাম ফারহান



ভালোবাসি তোমায় ক্ষণিকের নয়, হয় চিরবধি তুমি কি দেবে আমায় আমার ভালবাসার অনুমতি?

গ্রীষ্মের কাঠফাটা গরমে, দখিনা হাওয়ার বরণে, মিশে থাকতে চাই তোমার প্রেমের আবরণে।
গোধূলি বিকেলের আভাসে মিষ্টি রোদ্দুর বাতাসে ভালোবাসবো তোমায় চিরবধি, দেবে কি অনুমতি?

 বর্ষার আগমনে কালো মেঘের আবরণে, বর্ষার বর্ষণে তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই নিরবধি, দেবে কি অনুমতি?

শীতের শুষ্কতার আদরে, আমার প্রেমের চাদরে জড়াতে চাই তোমাকে তুমি চাও যদি, দেবে কি অনুমতি?


 ওই শাড়ির আঁচলে, চোখের কাজলে, অন্তল কেশর চুলে তোমার খোঁপা ভরিয়ে দেব লাল গোলাপ ফুলে তোমায় অবিরতি, দেবে কি অনুমতি?

 অনুভব করি তোমায় মনের মাঝে রেখে ভালোবাসা প্রকাশ করি আমার মনে তোমার ছবি এঁকে, ওগো রূপবতী দেবে কি অনুমতি?

 ভালোবাসি প্রিয় তোমায় ভালোবাসো মোরে, যতন করে রাখবো তোমায় আমার বাহুডোরে! ওগো মায়াবতী দেবে কি অনুমতি?

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।