দুই বিয়াই ।। অখিল বর্মা




জানেন বিয়াই ,
হামার কুচবিহারোত অ্যালাও আছে সিল্-সিলা ঘাটা, নিধুয়া পাতার -----
হ্যাকা-দোমা ঘাটা দিয়া যাওয়া খায় গরু ভইষের বাথান ।
এলাও আছে ডাঙর-ডাঙর খেরীর বাড়ি,
বাড়ির আগদুয়ারীত ডারিঘর-
সেই ডাড়ি ঘড়ত সগায় গোটো হয়য়া অ্যালাও
আড্ডা দেই ,
দোতরা বাজাই সিলুম টানি হুকা খাই,
ষোলো পাইতার গুটি চালি,
মাঝে-মইধ্যে খোলাবান করি দোতরা কুশান
পালাগানের---- !

জানেন বিয়াই ,
অ্যালাও হামরা শুন্ দুপুরাত হাল বোয়াই
রোয়া গাড়ি, কোষ্টা কাটি
নিধুয়া পাতারোত ড্যারা পাতি
আর মনের হাউসে টানি
ভাওয়াইয়া গান--
"দিনের শোভা সুরুজ রে
রাইতের শোভা চান " !
বৈকাল পরিলে বাকড়া বাড়িত ঘাইন্ টানিয়া
চেমু ,হাটুগুটু না খ্যালাইলে
টারি খান ঢাপ্-ঢুুপ্ নাগে,
রাতি হইলে শুনির যাই পালাটিয়া গান।

জানেন বিয়াই ,
ঐ ময়না গছটার তল্ দিয়া অ্যালাও
আমাবাইস্যার রাতি হাটিরে না পাই
গাও খান শিঙরী উঠে,
তখন জল কষা খাই, ভঙর নাগেয়া
দই চুড়া মানি।
অ্যালাও চাপোরাতি নোটকোর গছত
বগদুলের আপসারি,
থাকি-থাকি গোদম প্যাচা  আর
শিয়ালের চিকরনে কাল্ নিন্দের
ছাওয়াটাও চটকি উঠে!

জানেন বিয়াই ,
এ্যালাও কোচলোত বাড়িত
চিনা জোকের নালাউ-নালাউ !
দোলাবাড়ির এ্যাক হাটু জলত্
নামিলে ব্যাদলেঙ জোক জাপ্টে ধরে,
ঐ ন্যাল্পা পাড়া জলখানোত নামিলে
পানিকামড়ার ভয় !
ত্যাঙ্ হামার কুচবিহার
ভাল্ বাহে বিয়াই-  ,
এ্যালাও হামরা গরুর গাড়িত চড়িয়া
অষ্টমীর ম্যালা যাই
গাও ধুই
সখা-সখি পাতি
এ্যাক সাথে বসিয়া দই-চুড়া জুলাপী খাই
উপনয়ন করি বাশ পুজি কান্দন মাগি
পীর বাবার থান্ দেই বাহো মারি
শুক্টা-সিদোল ছ্যাকা খাই ।
দ্যাওয়া খড়া কাড়াইলে হুদুম নাচিয়া
বাইষ্যা আনি।
বিষহরির জাগানী-ভাষানী করি।
জানেন বিয়াই ,
সেদিনো ছুবোছুনি পুজিয়া
বড় আইটার তানে
মানা-চিনা করিনুঙ,
মনটা বড় কান্দে বিয়াই !
ছাওয়াটাক দেখি-শুনি রাখেন,
দেবী পুজা নৌগদাইছে,
ফির কয়টা দিন বাদে যাত্রা পুজা,
বেটিটাক নাইওর প্যাটে দ্যান
সাতোত জানি জাঙই টাও আইসে,
মোলা মুড়ি পিটা খাবার জৈন্যে
জিউটা বড় কাউলাইছে বিয়াই, !

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।