আব্দুর রহিম'র কবিতা মন হননের দামামা



সময়ের আস্তিনে বাধা পরা প্রেম
অনন্য হয়ে ওঠেনি তোমার মানসিক সংকির্নতায়
মনে পড়ে; তখনও উজ্জ্বল না হলেও পূর্ণিমার রাত
সবে পা রেখে, মুখোমুখির দুরন্তপনায় এগিয়ে তুমি
এতোদিন পর মনে হলো?
বাক্যটি এড়ায়নি তবো জননীর কান।
তোমার উত্তাল হাওয়া থমকে গেলো,
অবিরত হলো মন হননের দামামা,
আমরা ছিটকে গেলাম অনেক দূর ভবিষ্যতের পানে..........
আর দেখা হলো না, হলোনা কথাও অনেকদিন।
পরে জানলাম, তুমি ঘর করছো তোমার পছন্দের শহুরে সেই ব্যবসায়ীর ঘরণী হয়ে।
টিকে থাকেনি সে ঘর
তোমার প্রেমকে করে পর
কেউ কারো খোঁজ পাইনি আর।
যুগ কেটে গেছে
সময়ের বিভৎসতার ছাপ এড়িয়ে যোগাযোগ হলো আমাদের, কথার ফুলকলি ফুটে
সুশোভিত হলো বাগান, দেখার বাসনাও জাগ্রত।
আঁখিতে জলের তরঙ্গমালা
না বুঝার অন্তঃজ্বালায় তবো
নিকেতনে আর আসা হয়নি আমার।
সবার মতো তোমার নম্বরটাও খেয়ে ফেলেছে
উনুনের আগুণ। না দেখা বন্ধুর কতক কথার
কলকাকলির ভারেব ত্যক্ত ঘরণীর হাতে।
যোগাযোগ হলোনা আর কেউ কারো খোঁজ পাইনি।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।