অনন্য হয়ে ওঠেনি তোমার মানসিক সংকির্নতায়
মনে পড়ে; তখনও উজ্জ্বল না হলেও পূর্ণিমার রাত
সবে পা রেখে, মুখোমুখির দুরন্তপনায় এগিয়ে তুমি
এতোদিন পর মনে হলো?বাক্যটি এড়ায়নি তবো জননীর কান।
তোমার উত্তাল হাওয়া থমকে গেলো,
অবিরত হলো মন হননের দামামা,
আমরা ছিটকে গেলাম অনেক দূর ভবিষ্যতের পানে..........
আর দেখা হলো না, হলোনা কথাও অনেকদিন।
পরে জানলাম, তুমি ঘর করছো তোমার পছন্দের শহুরে সেই ব্যবসায়ীর ঘরণী হয়ে।
টিকে থাকেনি সে ঘর
তোমার প্রেমকে করে পর
কেউ কারো খোঁজ পাইনি আর।
যুগ কেটে গেছে
সময়ের বিভৎসতার ছাপ এড়িয়ে যোগাযোগ হলো আমাদের, কথার ফুলকলি ফুটে
সুশোভিত হলো বাগান, দেখার বাসনাও জাগ্রত।
আঁখিতে জলের তরঙ্গমালা
না বুঝার অন্তঃজ্বালায় তবো
নিকেতনে আর আসা হয়নি আমার।
সবার মতো তোমার নম্বরটাও খেয়ে ফেলেছে
উনুনের আগুণ। না দেখা বন্ধুর কতক কথার
কলকাকলির ভারেব ত্যক্ত ঘরণীর হাতে।
যোগাযোগ হলোনা আর কেউ কারো খোঁজ পাইনি।