সুজন ডাকুয়া এর অণুকবিতাগুচ্ছ



                
১.
এই যে তোকে আঁকড়ে ধরি
তোর পছন্দ অন্য লোক
ফস্কে যাবি ? যেতেই পারিস,
একটা প্রেমের গল্প হোক ৷

২.
তোমায় যখন ভাবতে বসি
নতুন প্রেমের কাব্য হয়
শব্দগুলো বড্ড কঠিন
মোটেই সহজবোধ্য নয় ৷

৩.
ভালোবেসে হঠাৎ কখন
ধরতে গেছি চাঁদ
কালো বলে চাঁদটা কেমন
দিচ্ছে অপবাদ ৷

৪.
মনটা যখন উদাস থাকে
নদীর কাছে গল্প শুনি
নদী আমার অশ্রু গোনে
আমি নদীর ঢেউকে গুনি ৷

৫.
আকুল হয়ে হঠাৎ যদি
তোমায় ভালোবাসতে চাই
অতীত স্মৃতির রাশটা টেনে
দাও শুনিয়ে যাচ্ছেতাই ৷

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post