মাহবুবা পারভীন এর কবিতা ভাবুক শিশু


আমি শিশুটির পানে চেয়ে থাকি অবাক বিস্ময়ে
আমার ভালো লাগে অবুঝ শিশুর মিষ্টি হাসি
হাসি যেন নয়, মুক্ত ঝরে রাশিরাশি
খেতে পায় না দু'বেলা দু-মুঠো ভাত,
তাতে নেই কোনো মাথা ব্যথা
যা পায় পরম যত্নে আল্লাহর নাম নিয়ে খায়।
তার নেই কোনো চাহিদা,
কোনো অভিযোগও নেই
শুধু ঐ আকাশ পানে চেয়ে থাকে ,
এবং ভাবে
মেঘগুলো কোথা থেকে আসে , কোথায় যায় হারিয়ে,
কেন বৃষ্টি হয়, কোথা থেকে বৃষ্টির আবির্ভাব ?
কেন বাতাস বহে, কোথা থেকে আসে এমন হিমেল হাওয়া?
চুলগুলো উস্কোখুস্কো,
মাথায় নেই তেল, জীর্ণ তার গায়ের জামা, পা দুটো খালি,
নেই তার কোনো দুঃক
তার একটাই প্রশ্ন সকাল হয় কেমন করে?
সূর্য অস্ত যায় কেমনে,?
ছোট শিশুর মনে অনেক জিজ্ঞাসা,,,
আকাশ তার কোথায় তার শেষ ঠিকানা,,
সবসময় আকাশে মেলে ডানা,
তার কি কষ্ট হয় না, এমনভাবে ভেসে থাকতে?
কেমনভাবে বাঁচবে, কি খাবে, সে হয়ত তা ভাবে না
এই ছোট্ট শিশুর মনে অনেক প্রশ্ন,
বন্ধুরা কখনো কি ভেবে দেখেছো,
এমন করে, প্রকৃতি এতো সুমধুর কেন?
এমন করে কখনো ছোট্ট শিশুর চোখে
চোখ রেখে দেখেছো কি কেন এতো সুন্দর এ ধরা?

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. অবুঝ শিশুর চাহিদা, মনমুগ্ধকর লেখনি ,অপূর্ব.......

    ReplyDelete
Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।