ও ধরলা নদীরে,
না বোঝঙ তোর মতিরে,
মোক ক্যানে করিলু সর্বহারা ।
কাড়ি নিলু ভিটাবাড়ি,
করিলু মোক অনাহারী
খাওয়া বিনে হনুঙ আধামরা।
তোর ধরলার ঘোলা জল,
সউগে করি নিলে তল,
ডুবিয়া নিলু আধাপাকা বাড়ি ।
ঘরের পোষা ছাগল-ভেড়া,
ভাসে নিয়া করিলু সারা,
সার করিলু কান্দন আহাজারি।
গতবার নিছিস ধানের ক্ষ্যাত,
তাতো কি ভরে নাই প্যাট?
কতই ভোক্ তোর রাক্ষসীর মুখে ।
সউগে যদি নিলু কাড়ি,
মোক ক্যানেবা যাবু ছাড়ি,
মোকো নে তোর সর্বনাশা ভোগে ।
সূচিতে ফিরতে ক্লিক করুন
আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com