দরজার ওপাশে দাঁড়িয়ে থাকতে বলছি না,
আমি চাই আমার অপেক্ষায় কেউ দাড়িয়ে না থাকুক,
আমি চাই ঘরের ভেতর থেকে দরজা খুলে দিতে,
প্রান নাথ, দরজার ওপাশে দাঁড়িয়ে থাকতে হবে না।
আমি চাই আমার একজন মানুষ হোক,
যার জন্য খুলে দিব বদ্ধ দরজার ছিটকিনিটা।
আমাকে প্রচন্ড ভালোবাসতে হবে না।
আমি বলছি না,কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে থাকুক,
আমি চেয়েছি ভেতর থেকে দরজা খোলার অধিকার।
সে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসুক,
আমি চাই এমন একজন কেউ,
আমায় ভালো না বাসুক,
তার ঘাম আমার শাড়ির আঁচলে মুছতে দিক।
ওপাশের মানুষেটি ভেতরে এসে খেতে দিতে বলুক,
কোনো একদিন রান্নায় ভুল পেলে একটু বকুক,
আমি চাই না অট্টালিকা, বিলাশবহুল জীবন,
না চেয়েছি আমি তার কাছে,দামী কোনো মুঠোফোন,
আমার তো দরকার কেবল মানুষটাকে।
যার পায়ের আওয়াজ,
বুকে লাগে বৈদ্যুতিক শকের মত,
দরজার ওপাশে দাঁড়িয়ে থাকতে হবে না তাকে,
দুরুদুরু বুকে আমিই চাই অপেক্ষায় থাকতে।
ভালোবাসতে হবে না,
কেবলই ভালোবাসতে দিলেই চলবে,
আমি তো খুজেছি দরজার ওপাশের মানুষটিকে।
দরজার ওপাশে দাঁড়িয়ে সে ক্লান্ত শরীরে,
আমি তাকে ছুয়ে ফেলব মায়ায়,দগ্ধ হয়ে,
আমার একজন দরজার ওপাশের মানুষ হোক,
যার জন্য মুছে যাবে জরা-শীর্ন,রোগ-শোক,
আমার যে কারো বকুনিতে ফুপিয়ে কাদতে ইচ্ছে করে,
আমি থাকব অপেক্ষায় চাতকের মত একা বসে ঘরে,
দরজার ওপাশের দুঃখ-কষ্ট কেড়ে নিতে চাই,
মানুষটির চোখ লাল কেন জানতে চাই,
আমার একজন মানুষ চাই।
যে দরজার ওপাশে থাকে,
যার জন্য অপেক্ষা করতে হয়।
বাইরে দাড়িয়ে থাকতে হবে না তাকে,
মানুষটির জন্য আমি আজও অপেক্ষারত,
তাকে আসতে দেওয়া হোক,
সে একবার আসুক আমার কাছে,
ভালো রাখতে হবে না,তাকে ভালো রাখতে দিক,
আমার একটা দরজার ওপাশের মানুষ হোক।
Sundor
ReplyDelete