বিশ্বাস।। আখের আলী



সব পাখিরা জানে, 
তাদের বাসা ভাঙ্গব না।
বৃক্ষরা সব বোঝে, 
তাদের কর্তন করব না। 
কর্তন করে বাড়ি বানাবো না 

মৎসরা সব জানে, 
আমি তাদের ধরবো না। 
নদীরা সব উপলব্ধি করে, 
আমি তার গতি আটকাবো না। 
গতি আটকিয়ে আমি বাঁধ দিব না। 

পাখিরা গান গাইবে,
বৃক্ষরা মাথা উঁচু করে দাঁড়াবে, 
মৎসরা সাঁতার কাটবে, 
নদী তার আপন বেগে ধেয়ে চলবে, 
মানুষের উপভোগেই 
অপরুপ প্রকৃতি প্রাণবন্ত হবে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।