তাদের বাসা ভাঙ্গব না।
বৃক্ষরা সব বোঝে,
তাদের কর্তন করব না।
কর্তন করে বাড়ি বানাবো না
মৎসরা সব জানে,
আমি তাদের ধরবো না।
নদীরা সব উপলব্ধি করে,
আমি তার গতি আটকাবো না।
গতি আটকিয়ে আমি বাঁধ দিব না।
পাখিরা গান গাইবে,
বৃক্ষরা মাথা উঁচু করে দাঁড়াবে,
মৎসরা সাঁতার কাটবে,
নদী তার আপন বেগে ধেয়ে চলবে,
মানুষের উপভোগেই
অপরুপ প্রকৃতি প্রাণবন্ত হবে।