১)
ফর্সা আকাশ কালো হয়ে,
ঝড়ো হাওয়া গেল বয়ে,
তারপর নামে বৃষ্টি,
জুঁই, চামেলির সাদা হাসি,
বৃষ্টি দিনে ভালোবাসি,
সুভাস ছড়ায় মিষ্টি।
২)
জানলার কাচ হয় ঝাপসা,
শৈশবের স্মৃতি হয় ভাপসা।
মেঘ ডাকে গুড় গুড়,
হাওয়া দেয় মেঘদের শুড়শুড়ি,
দল ছাড়া বকদের উড়াউড়ি,
যায় তারা বহুদূর।
৩)
খাল বিলে নয়া জল,
মাছ করে খেলা,
পাড়ার শিশুরা আনন্দে
জলে ভাসায় ভেলা।
থৈ থৈ হৈ চৈ করে,
খেলে জল খেলি,
মাছরাঙা চুপ হয়ে
দেখে চোখ মেলি।
৪)
মেঘ মিছিলে যায় না দেখা
সূর্য মামার মুখ,
ঝির ঝির ঝির হাওয়া আনে
বৃষ্টি নামার সুখ।
বৃষ্টি নামে গাছের ডালে,
ভিজে পাতার বুক।
হামীম রায়হান,
পটিয়া, চট্টগ্রাম