বৃষ্টির গুচ্ছ ছড়া ।। হামীম রায়হান


১)
ফর্সা আকাশ কালো হয়ে,
ঝড়ো হাওয়া গেল বয়ে,
তারপর নামে বৃষ্টি,
জুঁই, চামেলির সাদা হাসি,
বৃষ্টি দিনে ভালোবাসি,
সুভাস ছড়ায় মিষ্টি। 

২)
জানলার কাচ হয় ঝাপসা,
শৈশবের স্মৃতি হয় ভাপসা।
মেঘ ডাকে গুড় গুড়,
হাওয়া দেয় মেঘদের শুড়শুড়ি,
দল ছাড়া বকদের উড়াউড়ি,
যায় তারা বহুদূর।

৩)
খাল বিলে নয়া জল,
মাছ করে খেলা,
পাড়ার শিশুরা আনন্দে
জলে ভাসায় ভেলা।
থৈ থৈ হৈ চৈ করে,
খেলে জল খেলি,
মাছরাঙা চুপ হয়ে
দেখে চোখ মেলি।

৪)
মেঘ মিছিলে যায় না দেখা
সূর্য মামার মুখ,
ঝির ঝির ঝির হাওয়া আনে
বৃষ্টি নামার সুখ।
বৃষ্টি নামে গাছের ডালে,
ভিজে পাতার বুক।

হামীম রায়হান,
পটিয়া, চট্টগ্রাম

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।