লিখে দিলাম হলুদ খামে ।। মুহাম্মদ সাইফুদ্দিন



পাখির ডানায় বেঁধে দিলাম হলুদ খামের চিঠি
যতন করে খুলে দ্যাখো পাইলে চিঠির পটি
সবুজ রঙের দোয়াত দিয়ে লিখছি মনের কথা
হৃদয় মাঝে প্রেমের কথা থাকুক অমর গাঁথা
ভুলোনা কভু তোমার আমার নিষ্পাপ প্রতিচ্ছবি
প্রেমের হেতু জীবন সুকুমার জানুক পৃথিবী।

চিঠির পাতায় ছাপিয়ে দিলাম দু'জনেরই স্মৃতি
মনে কি পড়ে কত যে ছিলো যুগল প্রেম প্রীতি?
আমার প্রীতি ছিলো, আছে, থাকবে শত জনম
তুমিও স্মৃতি বুকের বামে রেখো যে অনুপম
অনুপম স্মৃতি বুকে ধরে বাঁচবো দু'জন দু'জন
বাঁধা আসুক তবুও মোরা কাটাবো সুখের জীবন।

চাঁদনী রাতে গগণ তলে কাটিয়েছি কত রাত-
বলেছো তুমি যাবেনা ছেড়ে মাথায় রেখে হাত
বলেছো তুমি কোনো একদা বাঁধবে সুখের। ঘর
একেলা একেলা এখনো গুনী অপেক্ষার প্রহর
রাঙা ফুলে রঙ মাখিয়ে সাজাবো রঙিন বাসর
বধু বেশে সাজবে যেদিন, আমি সাজবো বর।

চলে এসো রূপ বসন্তে ব্যথিত তোমার প্রেমে
লিখে দিলাম না বলা কথা হলুদ চিঠির খামে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।