কান্নার ভিতরে যে দীর্ঘশ্বাস
সেটি তীরের তরঙ্গ বেয়ে মিশে যায় মহাসমুদ্রে
বিস্মৃতির মুখের ঢেউগুলো
চোখের কোণে ঝরে ঝরে ওষ্ঠে তার চুমু খায়
বিহগের পলস্তারা!
উদ্বাস্তু জীবন ছন্দের বীর্য হারিয়ে
তৃষ্ণার দাবীগুলো
লাশঘরে পুঁতে দিয়ে বৈরাগ্যের মত বাঁশি বাজায়
তাঁর ছেঁড়া গিটারে
মাঘ নিশীথ রাতে ঋতুমতী গান
শিরশির করে কেঁপে ওঠে
বকুলের ঠোঁটে।