কবিকে ।। মালিহা হক


কবির মন নিয়ে খেলা করো না ,
কবিকে কষ্ট দিও না !
কবিকে কষ্ট দিলে -
ভরা নদীর বুকে বালুচর জাগে ,
মেঘমালা ক্রোধে সূর্যকে ঢেকে রাখে ।
কবির  আশায় আঘাত করো না ,
তাকে দূরে ঠেলে দিও না !
কবিকে কষ্ট দিলে -
গানের পাখিরা বোবা হয়ে বসে থাকে ,
ভ্রমরেরা অভিমানে উড়ে যায় নদীর বাঁকে।
কবির স্বপ্ন ভেঙে দিও না ,
মিথ্যে করো   না আর ছলনা !
কবিকে কষ্ট দিলে-
ফুলেরা হাসি ভুলে  ক্রন্দন করে ,
হতাশায় শুকিয়ে  অকালে ঝরে পড়ে।
কবিকে কষ্ট আর দিও না !
তার মনের আঙিনায় সুখের আলপনা,
পায়ে দলে তুমি চলে যেও না !

০৭-০৭-২০২০

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।