কবিকে ।। মালিহা হক


কবির মন নিয়ে খেলা করো না ,
কবিকে কষ্ট দিও না !
কবিকে কষ্ট দিলে -
ভরা নদীর বুকে বালুচর জাগে ,
মেঘমালা ক্রোধে সূর্যকে ঢেকে রাখে ।
কবির  আশায় আঘাত করো না ,
তাকে দূরে ঠেলে দিও না !
কবিকে কষ্ট দিলে -
গানের পাখিরা বোবা হয়ে বসে থাকে ,
ভ্রমরেরা অভিমানে উড়ে যায় নদীর বাঁকে।
কবির স্বপ্ন ভেঙে দিও না ,
মিথ্যে করো   না আর ছলনা !
কবিকে কষ্ট দিলে-
ফুলেরা হাসি ভুলে  ক্রন্দন করে ,
হতাশায় শুকিয়ে  অকালে ঝরে পড়ে।
কবিকে কষ্ট আর দিও না !
তার মনের আঙিনায় সুখের আলপনা,
পায়ে দলে তুমি চলে যেও না !

০৭-০৭-২০২০

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post