দিগন্তবিসারী মাঠে বৃষ্টি ঝরে অঝোর ধারায়,
প্রসন্ন মেঘের বৃষ্টি; বর্ষাদিনে ঝরে অবিশ্রাম;
পুকুরের শান্ত জলে, ঘাসে, ফুলে, স্তম্ভিত দিঘিতে,
প্রবাহমান মেঘের বুক চিড়ে ডোবায়, উঠোনে।
ধানের সবুজ ডগা অগণ্য খুশিতে খেলা করে,
কৃষকের চোখ হাসে আনন্দের বিজুলি প্রভায়;
পৃথিবীর বারান্দায় বসে দেখি বৃষ্টির উচ্ছ্বাস!
নির্বাক জলের ধারা নেমে আসে লগ্নহীন সুরে।
বৃষ্টি ঝরে অবিরল আঁকাবাঁকা উদাসীন পথে,
অরণ্য তরঙ্গশীর্ষে, বনতলে, ধূসর মাটিতে,
পুরনো ঘরের চালে, অন্ধকার উপাসনালয়ে;
সংসারের স্তরে স্তরে, ঐক্যে, ধ্যানে, সঞ্চারিত স্বপ্নে।
বৃষ্টি ঝরে মনের মাটিতে; সৌন্দর্যের প্রসাধনী
ঝরে শুভক্ষণে, এই পাড়াগাঁর বৃষ্টিধারাজলে।
প্রসন্ন মেঘের বৃষ্টি; বর্ষাদিনে ঝরে অবিশ্রাম;
পুকুরের শান্ত জলে, ঘাসে, ফুলে, স্তম্ভিত দিঘিতে,
প্রবাহমান মেঘের বুক চিড়ে ডোবায়, উঠোনে।
ধানের সবুজ ডগা অগণ্য খুশিতে খেলা করে,
কৃষকের চোখ হাসে আনন্দের বিজুলি প্রভায়;
পৃথিবীর বারান্দায় বসে দেখি বৃষ্টির উচ্ছ্বাস!
নির্বাক জলের ধারা নেমে আসে লগ্নহীন সুরে।
বৃষ্টি ঝরে অবিরল আঁকাবাঁকা উদাসীন পথে,
অরণ্য তরঙ্গশীর্ষে, বনতলে, ধূসর মাটিতে,
পুরনো ঘরের চালে, অন্ধকার উপাসনালয়ে;
সংসারের স্তরে স্তরে, ঐক্যে, ধ্যানে, সঞ্চারিত স্বপ্নে।
বৃষ্টি ঝরে মনের মাটিতে; সৌন্দর্যের প্রসাধনী
ঝরে শুভক্ষণে, এই পাড়াগাঁর বৃষ্টিধারাজলে।