বৃষ্টি ঝরে ।। কবীর হুমায়ূন


দিগন্তবিসারী মাঠে বৃষ্টি ঝরে অঝোর ধারায়,
প্রসন্ন মেঘের বৃষ্টি; বর্ষাদিনে ঝরে অবিশ্রাম;
পুকুরের শান্ত জলে, ঘাসে, ফুলে, স্তম্ভিত দিঘিতে,
প্রবাহমান মেঘের বুক চিড়ে ডোবায়, উঠোনে। 

ধানের সবুজ ডগা অগণ্য খুশিতে খেলা করে, 
কৃষকের চোখ হাসে আনন্দের বিজুলি প্রভায়;
পৃথিবীর বারান্দায় বসে দেখি বৃষ্টির উচ্ছ্বাস!
নির্বাক জলের ধারা নেমে আসে লগ্নহীন সুরে।

বৃষ্টি ঝরে অবিরল আঁকাবাঁকা উদাসীন পথে,
অরণ্য তরঙ্গশীর্ষে, বনতলে, ধূসর মাটিতে,
পুরনো ঘরের চালে, অন্ধকার উপাসনালয়ে;
সংসারের স্তরে স্তরে, ঐক্যে, ধ্যানে, সঞ্চারিত স্বপ্নে।

বৃষ্টি ঝরে মনের মাটিতে; সৌন্দর্যের প্রসাধনী
ঝরে শুভক্ষণে, এই পাড়াগাঁর বৃষ্টিধারাজলে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।