কবিতা লেখাই আমার এবাদত।
আমি একটি কবিতা লিখলেই আমার
এক ওয়াক্ত এবাদত হয়ে যায়--
আমি একটি কবিতার জন্য
এক ওয়াক্ত এবাদতের জন্য
নিসর্গ নিমগ্ন থাকি--
আমার মানসলোকে বহুকৌণিক আলো
বিচ্ছুরিত হয়
ধ্যানে কবিতার পঙ্ ক্তিমালায় তসবি জপি
আমি যতই ধ্যনস্থ হই--- ঈশ্বর প্রেমে মজি
কবিতার সরস বাক্যে ঊষর মাটি সুধাময় হয়
আমি ধ্যানস্থ হই আর কবিতায় তসবি জপি।
ঈশ্বরধ্যানে প্রকৃতি যুক্ত হয়, প্রেম যুক্ত হয়
প্রেমের রসায়নে আমি সিক্ত হই, ভুলে যাই
জাগতিক চারপাশ; আমি আমাতে লীন হয়ে যাই।