আমি দেখেছি এক ললনা
হরিণী দু-চোখ
সুবাসে তার মুগ্ধ করে মন।
এলোকেশ মাথায় তার মাঝেতে সিথি
দুচোখে কাজল তার মায়াবি হাঁসি
কথায় তার মুক্তা ঝড়ে বন কোকিলের মত
চলন তার মনমুগ্ধকর শুনেছি কতশত
অহংকার করেনা সে রুপবতী হয়ে
সাধারণের মত চলে সে অসাধারণ হয়ে।
বলার বাকি অনেক বলতে চায় মন
বলেও শেষ হয় তার রুপের গুণকীত্তন।