আজিও বাঁচি আছোং মুই সাগরের মতন
নদী হয়া গাও কাটি বিরি গেসিস তুই
তাতে কি আর হইসে মোর অধঃপতন ?
যেই জ্বালার মালা প্যান্দেয়া গেসিস তুই--
সমায়ের ব্যবধানে ছিঁড়িসে তার সুতা;
নয়া মালা গাঁথি আজি সুখে আছোং মুই।
সীতা নাম হলেই কি আর হওয়া যায় সতী?
পাঞ্চালী নামতেই বা কি আইসে-যায়
যুদি ঠিক থাকে তোর মনের মতি-গতি।
সেদিনের অবুঝা মন আজি বুঝে সবে--
যা নাই ভাইগ্যে, তা মিলে না শত যজ্ঞে
খন্ডায় না বিধির বিধান, যা হবার তা হবে!
তারিখ: ২৬.১০.২০১৯