গদ্যময় জীবন ।। রুনা লায়লা

গদ্যময় পৃথিবীতে বেসামাল জীবনের
পরতে পরতে দগ্ধ বিবেক, 
প্রজ্বলিত অগ্নিশিখার দীপ্তি গনাগাঁথা
চিরাচরিত নিয়ম গুলো বেশ ধারালো
তাই পঁচা শামুকভাঙাতেই কাটছে শেষ
অবলম্বন অহরহ ।

বুদবুদে স্বপ্নেরা বানের জলের ন্যায় প্লাবিত
হচ্ছে, ভাসছে ফেনিল জলরাশিতে,
করুণ হাহাকারে ভারী হচ্ছে চারিপাশ; 
নৈমিত্তিক ভাবনা গুলো আজ  বড়োই
অসহায়, নিদালি।

দিনকেদিন ঘন কালো মেঘ জমছে
শহুরে মানুষের আঁটশাটে জনজীবন   
জানি না, আরো কতো আঁধারে প্লাবিত
হবে সহজ- সরলতার সাদাসিধে জীবন।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post