শূন্যতার সুবাস ।। মুহাম্মদ মনিরুজ্জামান

রাতের উদরে শান্তির সুপ্তির গহ্বরে যখন
সমস্ত পৃথিবী-উঠোন-বারান্দা-কলপাড়-কামিনী ডাল
তুমি তখন অস্থির উড়ে উড়ে কাকে খুঁজো আহত হৃদয়?

বুকের খাঁচার দক্ষিণ দরজায় কে নাড়ে কড়া;
কার কথা ভেবে ভেবে ভিজে ওঠে চোখের কিনার;
বিশুষ্ক চিবুকে লেগে থাকে শুকনো নদীর চিহ্ন?

পথে ফেলা পলিথিনের মতন ঘূর্ণিবায়ে সময়ের
দুরন্ত গতির স্রোতে ভেসে যাওয়া যৌবন-
মুঠোভর্তি অনন্ত আশার প্রজাপতি, সব-
সব চলে যায় মেঘের মতন উড়ে- আকাশ থেকে আকাশে!

চোখের মনিটরে ঝুলন্ত স্মৃতি ধরে কতদিন-কতদিন
একা একা ডানা ভাঙা চিল উড়বে আকাশে?
সুখ- সে তো তোমার মতন ডানাহীন- পায়ের তলায় মাটিহীন একলা মানুষ!

তবে কেন আর নির্ঘুম অপেক্ষা- অকারণ হাহুতাশ?
তুমিও সুস্থির হও অস্থির জীবন-প্রাণ ভরে
নাও করপুটে লেগে থাকা শূন্যতার স্বপ্নিল সুবাস।

২৩-০৭-২০২০

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।