তুই পাগলা না হইস ভানু-
মনটা মোর কয়
তুই তো বাউদিয়া
তোর মতন কয়জনে হয়!
তোর মতন কয়জনে হয়!
মন খুলি হাসিস তুই,
মন থাকি ভালোবাসিস
মন থাকি ভালোবাসিস
মানষির সুখে-দুঃখে
তুই বগলোত আসিস।
তুই বগলোত আসিস।
যায় তোক পাগলা ভাবে-
তাকে দিস জ্ঞান!
তাকে দিস জ্ঞান!
জ্ঞানের ভান্ড তুই ভানু-
ভাঙ সভ্যতার ধ্যান।
ভাঙ সভ্যতার ধ্যান।
চোখু মেলি নিন্দাছে যায়,
তাকও তুই জাগা
তাকও তুই জাগা
পাছিলাত আছে যায়,
তাক ধরিয়াও আগা।
তাক ধরিয়াও আগা।
খানেক জলকোষা দেক,
খানেক ত্যালপোড়া
খানেক ত্যালপোড়া
নিনটুপা সমাজটাক তুই
নিজের হাতে গড়া।
নিজের হাতে গড়া।
তুই পাগলা না হইস রে,
জোনাকী হয়া জ্বলেক
জোনাকী হয়া জ্বলেক
ঘাটা দেখাইয়া হয়া তুই
আগে আগে চলেক।
আগে আগে চলেক।
তারিখ: ২৫.০৫.২০২০