কোন আকাশে আছ তুমি,
কোন তারায় খুঁজে পাব?
কোন বাগানে আছ তুমি,
কোন ফুলে দেখতে পাব?
কার আঙিনায় খেলা কর
সকাল বিকাল খুঁজি?
কোন গ্রহে ছুটে বেড়াও
কেমন করে বুঝি?
রূপ সাগরে আপন মনে
দিয়ে যাচ্ছ দোলা,
জোয়ার ভাটা প্লাবন খরা
যায়না তোমায় ভুলা।
কোন ঝিনুকে লুকিয়ে আছ
ওগো আমার হীরা?
এক পৃথিবী চাঁদ-সূর্য্য
দাওনা এবার ধরা।