ত্রাস || যতীন্দ্রমোহন সাহা


 

পরোয়ানা হাতে
শুঁয়ো বাড়িয়ে
অদ্ভুত কদাকার
এককোষী অণুজীব
দোর্দণ্ড প্রতাপে
উদগ্র উন্মত্ততায়
বাড়িয়েছে সন্ত্রাস !
মানুষ আজ 
দিশাহীন দৈন্যদশায় 
বোধ-বুদ্ধি-হারা
সুখ স্বাচ্ছন্দ্য হীন
কোয়ারণটাইনে
বন্দি দশা ;
গৃহকোণে বাস।
ধু-ধু-পৃথিবী
স্তব্ধ বাক প্রহর
হা-হা-কা-র 
মৃত্যু শিয়রে দ্বারে 
ডাক ছাড়ে 
কোভিড -19
দেয় হুঙ্কার !
ফলশ্রুতিতে মহামারি
কতনা গেল প্রাণ
কতনা আরো যাবে-
হাহুতাশে  বিশ্বত্রাস।

          লেখকঃ রামপুর, কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত ।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।