ঐ এলো ঝড় । । যতীন্দ্রমোহন সাহা

ঐ এলো ঝড় !  বাজ পড়ে কড় কড়,
বৃষ্টি পড়ে ঝরঝর,
গড়িয়ে সকাল ভরদুপুর,
মেঘবালিকার পায়ে নুপুর,
ধরেছে রাগ মেঘমাল্লার সুর,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
পড় পড় ঝর-ঝরিয়ে আম পড়।
আম কুড়াবো ঝড়ে
এমন দিনে বসে মন বসে না ঘরে 
ওরে ও টুসি ! চলনারে শীঘ্র করে 
ঝড়ের সাথে মল্ল করে 
কুড়াবো আম কোঁচর ভরে।
বৃষ্টি ধারায় গা জুড়াবো
কুড়িয়ে আম মন ভরাবো।
এবার আর নয়রে টুসি
চল ভাই ঘরে ফিরি
চুপটি করে গা-টি- মুছি
জড়িয়ে গলা মায়ের কাছে বসি।
ও মা বানাও না কাসুন্দি জারানো
আমকুসি !
জুড়াই মন অস্বাদে ;
কিরে আয় !  পাশে বসনারে টুসি।

             লেখকঃ রামপুর, কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।