আমার আর কি করার ছিলো
যখন বর্ষার জল লুকিয়ে রইলো
তোমার ঘরের চালে
আমার আর কি করার ছিলো
আষাঢ়ের বৃষ্টিতে ভিজে ভিজে
যখন কামার্ত কদম ফুলেরা চলে গেলো
পর-পুরুষের হাত ধরে।
আমি তোমাকে ভালোবেসে ছিলাম
এক টুকরো সন্ধ্যার জলে
পাগলের মতো সাঁতার কাঁটার জন্য
আমি তোমাকে ভালোবেসে ছিলাম
তোমার ভালোবাসার ছায়াকে
ডিঙিয়ে যাওয়ার জন্য
অথচ তুমি আমাকে উপহার দিতে
অপহরণ করে বসে আছো পৃথিবীর সব প্লাবন।
তোমার কান্নায় ফোটে না আজ
একটিও জলের মিছিল একটিও চন্দ্রমল্লিকা
কাঁদতে কাঁদতে মেঘ হয়ে উড়ে গেছ তুমি
অথচ তারাই তোমাকে বরফ কলে ডেকে ছিলো
যখন বিরহ বাদলায় চোখের সামনে
পুড়ে মরলে তুমি
তখন তৃষ্ণার্ত ক্ষুধার্ত নিষিদ্ধ এক শ্রাবণ
তোমার ঘরের তলে ঘর তুলেছিলো
আমি পরবাসী এক বাষ্প মানুষ
আমার কি করার ছিলো।
দালান জাহান
১২১/২ তেজগাঁও
সূচিতে ফিরতে ক্লিক করুন
আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com