কলাপাতায় দুঃখ নুনে
আকাশ মাটির বৃষ্টি প্রেমে
ডোবার জলে ডুবে মরা ভালোবাসা ভাল্লাগে
না ভাবা সব ব্যস্ত কাজের জ্যাম জমেছে সেই কবে।
এই অবেলা ভীড় করে--
সভ্যতারি শীর্ষে আমার অচিন মনের দূর পাড়ে।
হাফপ্যান্টে গুটিসুটি
নামতা পড়ায় হয় না ছুটি
বারান্দারি ডান কোণে..
আমার অচিন গাঁয় মনে।
মাঝ উঠােনে স্রোত ছুটেছে
শ্রাবণ আষাঢ় মিশছে গিয়ে খাল্ জলে,
উজান মুখো টেংরা পুঁটি
নতুন জলে ছুটোছুটি
জালটা আমার ছিপরে ধরে অঝোর ধারে কান্দে রে!
মা গো রে তোর পায়ে পড়ি
ছুড়ে ফেলে হাতের ছড়ি
দে না এবার ছাড় দে রে!
ওপার থেকে বিকেল বেলা
কেওড়া-উড়ার ছড়া ছড়া
যা তুই চাস__ আনবো রে।
দে না আজি ছাড় দে রে!
সূচিতে ফিরতে ক্লিক করুন
আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com